এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা। কিন্তু এবারের আসর ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তানের প্রথম দেখায় ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকেও অভিযোগ ছিল পাকিস্তানের। তাকেই আবারও দুই দলের লড়াইয়ে ম্যাচ রেফারি করেছে আইসিসি। এতেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান।
traži
popularne objave