সাত যুদ্ধ থামিয়ে ৭টি নোবেল চান ট্রাম্প

टिप्पणियाँ · 28 विचारों

আবারো নোবেল পুরষ্কারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলতি বছরের শুরুতে ভার?

আবারো নোবেল পুরষ্কারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ ‘সাতটি যুদ্ধের অবসান’ ঘটানোর জন্য তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত।

Advertisement

স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প বলেন, ‘বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে আমাদের প্রতি এমন সম্মান দেখানো হচ্ছে, যা আগে কখনো হয়নি।’

‘আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ বন্ধ করছি।  আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও।’

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের কথা ভাবুন।  জানেন আমি কীভাবে তাদের যুদ্ধ থামালাম—বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতার প্রতিই গভীর শ্রদ্ধা রাখি।  আপনারা এসব যুদ্ধ দেখুন, যেগুলো আমরা থামিয়েছি।‘

‘একবার ভেবে দেখুন—ভারত-পাকিস্তান; থাইল্যান্ড-কম্বোডিয়া; আর্মেনিয়া-আজারবাইজান; কসোভো-সার্বিয়া; ইসরাইল- ইরান; মিশর-ইথিওপিয়া; রুয়ান্ডা-কঙ্গো, আমরা সবগুলো থামিয়েছি। এর ৬০ শতাংশই থেমেছে বাণিজ্যের কারণে।’

टिप्पणियाँ