লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

Mga komento · 19 Mga view

লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়ে??

লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  তাদের দাবি, হিজবুল্লাহ যাতে ওই এলাকায় নিজেদের পুনর্গঠন করতে না পারে সে জন্য এ হামলা চালানো হয়েছে।  খবর সামাটিভির।

 

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের বিরতি হয়।  তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল বরাবরই হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। 

বৃহস্পতিবারের এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘অনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে’। 

এর আগে তারা জানিয়েছিল, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে,কারণ গোষ্ঠীটি ওই এলাকায় কার্যক্রম পুনর্গঠনের ‘অবৈধ প্রচেষ্টা’ চালাচ্ছে।

এছাড়া পাঁচটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্যও সতর্ক করেছে ইসরাইল। 

Mga komento