রিফাতের হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Comments · 20 Views

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও ৪-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানীর দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিন দলের ‘এ’ গ্রুপে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল।    

 

লঙ্কানদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের রিফাত কাজী। অন্য গোলটি আসে মোহাম্মদ আরিফের পা থেকে। সাত দলের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। শেষ চারে ভারত না পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেটি নির্ধারিত হবে আগামীকাল ভারত–পাকিস্তান ম্যাচ শেষে।

Comments