বিসিবির নির্বাচন ৬ অক্টোবর একইদিনে সভাপতি নির্বাচন!

মন্তব্য · 14 ভিউ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৬ অক্টোবর। হোটেল সোনারগাঁওয়ে হবে পরিচালক পদের ভ?

পার 

সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি

খেলা

 

বিসিবির নির্বাচন ৬ অক্টোবর

 

একইদিনে সভাপতি নির্বাচন!

Icon ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

 

প্রিন্ট সংস্করণ

 

একইদিনে সভাপতি নির্বাচন!

ফলো করুন

 

 যুগান্তর হোয়াটসঅ্যাপ

 

 যুগান্তর মেসেঞ্জার

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৬ অক্টোবর। হোটেল সোনারগাঁওয়ে হবে পরিচালক পদের ভোটগ্রহণ। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ভোটগণনার পর ফল ঘোষণা করা হবে। আশ্চর্যজনকভাবে তফশিল ঘোষণা করে জানানো হয়েছে, একইদিনে হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। রাত ৯টার মধ্যে জানা যাবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নতুন নেতৃত্ব। বিসিবির নিয়মানুযায়ী, সভাপতি নির্বাচন করবেন পরিচালকরা। প্রথম বোর্ড সভায় সভাপতি নির্বাচিত হন। বিসিবির পরিচালনা পর্ষদের ২৫টি পদে নির্বাচন হবে। প্রথমে মনোনীত হবেন কাউন্সিলররা। বিভিন্ন ক্যাটাগরি থেকে আসা কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন পরিচালকরা। এরপর পরিচালকরা নির্বাচন করবেন সভাপতি ও সহসভাপতি। সবশেষ কয়েকটি বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের সংখ্যা ছিল প্রায় ১৭০। এবার ভোটারের সংখ্যা বাড়বে। কাউন্সিলর মনোনয়নের সময় দুদফা বাড়ানোর পর শেষ সময় ঠিক করা হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর এদিন সন্ধ্যায়ই বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন করা হবে কাউন্সিলর তথা ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।

 

আগের তফশিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ৪ অক্টোবর। কাউন্সিলর মনোনয়ন ও যাচাই-বাছাইয়ের কাজ দুদিন বাড়ানোর পর দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বুধবার সকাল ১০টায় আপত্তির শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 

এদিকে ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর শুক্র ও শনিবার মনোনয়নপত্র বিতরণ করা হবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রোববার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ৩০ সেপ্টেম্বর প্রার্থিতার ওপর আপিল গ্রহণ ও শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একইদিনে দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সন্ধ্যা ৬টায় ফল প্রকাশের পর একইদিন সভাপতি নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন, যা অতীতে দেখা যায়নি। নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে এটি।

মন্তব্য
অনুসন্ধান করুন