মেসি ও রোনাল্ডো দুই জাদুকরের বুড়ো হাড়ের ভেলকি

Kommentarer · 15 Visninger

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছ?

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ৩৮ বছর বয়সি মেসির জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ওদিকে সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৫-১ ব্যবধানের জয়ে ৪০ বছর বয়সি রোনাল্ডো করেছেন জোড়া গোল।

 

জোড়া গোলে দুজনই দুই ধাপ করে এগিয়েছেন ঐতিহাসিক মাইলফলকের পথে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে রোনাল্ডোর দরকার আর ৪৫ গোল। পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৪৫। অন্যদিকে রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসাবে ৯০০ গোলের মাইলফলক ছুঁতে মেসির প্রয়োজন ১৮ গোল। আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৮৮২। ২০২৬ বিশ্বকাপের আগে দুই মহারথীই আছেন দারুণ ছন্দে। এ বছর এখন পর্যন্ত পর্তুগাল ও আল নাসরের হয়ে রোনাল্ডো করেছেন ২৯ গোল। আর্জেন্টিনা ও মায়ামির হয়ে মেসির গোল ৩২টি। ২২ ম্যাচে ২২ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। আল নাসরের জয়ে রোনাল্ডোর স্বদেশি সতীর্থ জোয়াও ফেলিক্সও করেন জোড়া গোল। তার দ্বিতীয় গোলটি বানিয়ে দেন রোনাল্ডো। অন্যদিকে মায়ামির জয়ে আলেন্দেকে দিয়ে দলের প্রথম গোলটি করানোর পর মেসি নিজেই করেন বাকি দুই গোল। তরুণ আর্জেন্টাইন সতীর্থ সিলভেত্তিকে পেনালটি নেওয়ার সুযোগ না দিলে হ্যাটট্রিক হতে পারত তার। সিলভেত্তি পেনালটি মিস করেন। এই জয়ে প্লে-অফে এক পা দিয়ে ফেলেছে মায়ামি। বাকি ছয় ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বার এমএলএস সাপোর্টার্স শিল্ড উঠবে মেসিদের হাতে।

Kommentarer