বিসিবির নির্বাচন, তামিমের অভিযোগ

نظرات · 21 بازدیدها

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে ক্ষমতার অপব্যবহার এবং বোর্ডের আসন্ন ?

বিসিবির ৬ অক্টোবরের নির্বাচনের জন্য সরকারের নিয়োগ দেওয়া কাউন্সিলরদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং উৎসাহীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম। রোববার রাজধানীর পল্টনের এক হোটেলে সংবাদ সম্মেলনে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন বলেন, ‘বিসিবির আসন্ন নির্বাচনে সরকারের হস্তক্ষেপ স্পষ্ট। সরকার নিরপেক্ষ নয়। নানাভাবে প্রভাব খাটাচ্ছে। বিসিবির নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা পক্ষপাতমূলক আচরণ করা হলে আন্দোলন এবং বিসিবি ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরা যেন কাউন্সিলর মনোনীত হন। গঠনতন্ত্রের কোথাও নেই যে, অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দিতে হবে।’

 

কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের হস্তক্ষেপ, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরাসরি জেলা প্রশাসককে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া এবং কাউন্সিলর নির্ধারণে নিজেদের ক্ষমতা কাজে লাগানোসহ আরও কিছু অভিযোগ এনে সংবাদ সম্মেলনে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরসহ বিভিন্ন জেলা ও বিভাগের ক্রীড়া সংগঠকরা বক্তব্য রাখেন। তারা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, সরকার ও বিসিবি সভাপতির হস্তক্ষেপে নির্বাচন নয়, সিলেকশন চলছে। এমনটি হলে আইনি প্রক্রিয়ায় যাওয়া ও বিসিবি কার্যালয় ঘেরাও করার হুমকি দেন তারা।

نظرات