শোয়েবের চোখে অধিনায়কই ‘সবচেয়ে বাজে’ পাকিস্তান দলে

Commenti · 55 Visualizzazioni

দলের অন্য কেউ নন, সরাসরি অধিনায়কের জায়গা নিয়েই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। এশিয়া কাপে?

দুবাইয়ে গতকাল আগে ব্যাট করে ১৭১ রান তুলে ভারতের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। প্রথম পর্বেও ভারতের কাছে হেরেছে তারা। দুটি ম্যাচে সেভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি সালমান আগার দল। গত মার্চে নিউজিল্যান্ড সফরের আগে সালমানকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

 

এশিয়া কাপে প্রথম পর্বে ভারতের কাছে হারের পর থেকেই সমালোচিত হচ্ছে সালমানের অধিনায়কত্ব। কালকের ম্যাচে যেমন হাসান নেওয়াজকে দলের বাইরে রাখায় ও সালমান নিজে ছয়ে ব্যাটিংয়ে নামায় সমালোচিত হচ্ছেন। পাশাপাশি ম্যাচে সালমানের বিভিন্ন সিদ্ধান্তও সমালোচিত হচ্ছে। পাকিস্তানের স্ট্রিমিং প্লার্টফর্ম ‘ট্যাপম্যাড’-এ সালমানের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে শোয়েব বলেছেন, নেওয়াজকে চারে খেলালে পাকিস্তান আরও বড় সংগ্রহ পেতে পারত। অধিনায়ক হিসেবে কী করা উচিত, সালমান সেটাই বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন শোয়েব।......ok

Commenti