রাতের নয়নাভিরাম মসজিদে কুবা

Комментарии · 30 Просмотры

সৌদি আরব (রিয়াদ) থেকে: ঘড়ির কাটা তখন রাত সাড়ে ১২টা ছুঁই ছুঁই করছে। চারদিকে তীব্র আলোর ঝলকানি।

সৌদি আরব (রিয়াদ) থেকে: ঘড়ির কাটা তখন রাত সাড়ে ১২টা ছুঁই ছুঁই করছে। চারদিকে তীব্র আলোর ঝলকানি।

যেন হিরকখণ্ডের নয়নাভিরাম এক রাজ্য! যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করানোটা বড়ই কঠিন। চার চারটি সুউচ্চ মিনার। যেখানে লাগানো উচ্চমানের হাজারো বাতি। রাতের আলোয় ছড়াচ্ছে উচ্চ আলোকরশ্মি।
 
ছাদের ওপরের দিকে শোভা পাচ্ছে বড় একটি গম্বুজ। রয়েছে আরও পাঁচটি আলাদা গম্বুজ। যেগুলো আকারে খানিকটা ছোট। এছাড়া ছাদের ভিন্ন অংশে গম্বুজের অবয়ব রয়েছে ৫৬টি। ভেতরের চিত্র আরও নয়নাভিরাম। যেন সোনায় মোড়ানো ফ্রেমের সঙ্গে ঝুলছে উচ্চ ক্ষমতাসম্পন্ন অসংখ্য বাতি।
 
সাজানো গোছানো ভেতরটা একেবারে পরিপাটি। কোথাও যেন কোনো খাদ নেই। বিছানো রয়েছে নামিদামি চোখ জোড়ানো কার্পেট। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আকষর্ণীয় পাথর। রয়েছে নামিদামি কাঠের আলমারি। পবিত্র কোরআনসহ বইপুস্তক রাখা সেলফ।  

 

ভেতরে- বাইরে লেখা পবিত্র কোরআন ও হাদিসের অমিয় সব বাণী। যা ভ্রমণকারীদের হৃদয়-মন শীতল করে দেয়।

Комментарии