সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৫-২৬ মৌসুম। তার আগে গতকাল রাতে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেই সূচি নিয়েই আপত্তি তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুধু আপত্তিই নয়, বাফুফের পেশাদার লিগ কমিটির বিলুপ্তিও চেয়েছে তারা। রোববার রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর চিঠি দিয়েছেন মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ।
চিঠিতে মোহামেডান লিখেছে, ‘কোনো রূপ আলোচনা ছাড়াই করা আসন্ন মৌসুমের ফিকশ্চার ফরম্যাট ত্রুটিপূর্ণ ও সামঞ্জস্যহীন মনে হয়েছে। আমরা স্বচ্ছ, অনুমোদিত ও গ্রহণযোগ্য ফিকশ্চার ফরম্যাট আশা করি।’