ভারতকে হারিয়ে দিলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, ভারতের ২। সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। যার অর্থ ম্যাচটি পরিত্যক্ত হলেও দুই দলের পয়েন্ট হবে ৩ করে। যারাই জিতবে, তাদের পয়েন্ট হবে ৪। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও ২ পয়েন্ট বেশি হবে না পাকিস্তানের।
• ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে আজ হেরেও ফাইনালে ওঠা সম্ভব পাকিস্তানের। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচে জিততে হবে ভারতকে। তখন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট করে থাকবে। দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে উঠবে, সেটি নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে।