অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো চ্যাটজিপিটি এডু

Kommentarer · 61 Visninger

যুক্তরাজ্যের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের চ্যাটজিপিটির শীর্ষ সংস্করণ বিনা মূল্যে ব্যবহার

শিক্ষার্থীদের চ্যাটজিপিটি ব্যবহারে উৎসাহ দিচ্ছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। শিক্ষার্থী ও কর্মচারীকে টুলটি বিনা মূল্যে ব্যবহারের সুযোগও দেবে যুক্তরাজ্যের প্রাচীনতম এ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। এক বছরের সফল পরীক্ষা-নিরীক্ষার পর এখন চ্যাটজিপিটি এডুতে প্রবেশাধিকার দিচ্ছে অক্সফোর্ড।

 

যুক্তরাজ্যের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের চ্যাটজিপিটির শীর্ষ সংস্করণ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে। এক বছরের সফল পরীক্ষা-নিরীক্ষার পর এখন বড় পরিসরে প্ল্যাটফর্মটি চালু করছে অক্সফোর্ড। ‘চ্যাটজিপিটি এডু’ নামে চ্যাটবটটির বিশেষ এক সংস্করণ ব্যবহার করতে পারবেন অক্সফোর্ডের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি এই টুলে তথ্যের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা নীতিমালা অনুসরণ করা হয়েছে। এটি অক্সফোর্ড ও ওপেনএআইয়ের মধ্যে পাঁচ বছরের অংশীদারত্বের অংশ, যা এ বছরের মার্চে ঘোষণা করা হয়েছিল। প্রথম পর্যায়ের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর প্রায় ৭৫০ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মী অংশ নিয়েছিলেন। এখন তা সবার জন্য চালু হচ্ছে।

Kommentarer