ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট লিটনের

Bình luận · 59 Lượt xem

ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদে

আগামী পরশু সুপার ফোরের পরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরদিনই মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে। টানা দুই ম্যাচের ধকল কাটাতে আজই শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।  

 

 

 

চলছে লিটনের সাইড স্ট্রেইনের শুশ্রূষা 

চলছে লিটনের সাইড স্ট্রেইনের শুশ্রূষাপ্রথম আলো

শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন। তখন দলের সঙ্গে ছিলেন লিটন। পরে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান। মাঠেই তখন তাঁকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে।

এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন। তখন তাঁকে বেশ হাসিমুখেই দেখা গেছে। দলের সঙ্গেই পরে মাঠ ছেড়েছেন লিটন।

 

আরও পড়ুন

এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ

২১ সেপ্টেম্বর ২০২৫

এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ

 

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ক্রিকেট থেকে আরও পড়ুন

লিটন দাসভারত ক্রিকেট দলবাংলাদেশ ক্রিকেট দলএশিয়া কাপ ক্রিকেট ২০২৫

 

Bình luận