সুপার ফোরে দুই দিনে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার ভারতের বিপক্ষে খেলে বিশ্রামের সুযোগ পাবে না দলটা। পরদিনই নেমে পড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। এই দুই দিনে দুই ম্যাচকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা করেছে বাংলাদেশ। ধকল এড়াতে সোমবারই সেরে ফেলেছে শেষ অনুশীলন সেশন।
দলটা শুরুতে ফিল্ডিং অনুশীলন করেছে। সেখানে সরব উপস্থিতি ছিল লিটন দাসের। তবে তার চোটের ঘটনাটা ঘটেছে সোমবারের ব্যাটিং অনুশীলন সেশনে। সেখানে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই চোট পান। সেই চোটের পর লিটন আর অনুশীলন করেননি।
লিটন চোটটা পেয়েছেন তার পাঁজরে। তৎক্ষণাৎ তার কাছে ছুটে যান দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মাঠেই তাকে শুশ্রূষা করতে দেখা যায় তাদেরকে।
লিটন অনুশীলন শেষ করে ফেলেছেন তখনই। এরপর বেঞ্চে বসে দলের অনুশীলন দেখেছেন পুরোটা সময়। মাঠ ছেড়েছেন দলের সঙ্গে মিলেই।
ভারতের বিপক্ষে তার ইতিহাসটা বেশ সমৃদ্ধ। ১১ ম্যাচে ২৩০ রান করেছেন বটে, কিন্তু দলটার বিপক্ষে স্ট্রাইক রেট বেশ ভালো লিটনের। দেড়শ ছুঁইছুঁই স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন তিনি। ২০২২ বিশ্বকাপের লড়াইয়ে তিনি খেলেছেন ৬০ রানের একটি ইনিংসও। তেমন কিছুর পুনরাবৃত্তি নিশ্চয়ই বুধবার আবার চাইবেন লিটন!