গাজার রোগীদের চিকিৎসায় সহায়তা দিতে পশ্চিমা দেশগুলোর প্রস্তাব

टिप्पणियाँ · 45 विचारों

সোমবার গাজা ও পশ্চিম তীরের মধ্যে চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান জানিয়েছে ডজনখানেক পশ্চিমা দেশ। তারা জানি?

সোমবার গাজা ও পশ্চিম তীরের মধ্যে চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান জানিয়েছে ডজনখানেক পশ্চিমা দেশ। তারা জানিয়েছে, গাজার রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তুত তারা।

Advertisement

কানাডার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরাইলকে দৃঢ়ভাবে আহ্বান জানাই পশ্চিম তীর, বিশেষত পূর্ব জেরুজালেমে চিকিৎসা করিডর পুনরায় চালু করতে, যাতে গাজা থেকে রোগীদের সরিয়ে আনা যায় এবং তারা ফিলিস্তিনি ভূখণ্ডেই জরুরি চিকিৎসা নিতে পারে।’

অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও পোল্যান্ডসহ প্রায় দুই ডজন দেশ এ বিবৃতিতে সই করেছে। তবে যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইসরাইলকে অনুরোধ করছি গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে।’

टिप्पणियाँ