মৌসুমের শুরুতেই বাফুফের কাছে গুরুতর অভিযোগ মোহামেডানের

Komentar · 56 Tampilan

চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কুমিল্লায় মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে শিরো?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে শুক্রবার। রোববার রাতে লিগের প্রথম লেগের সূচি প্রকাশ করেছে বাফুফে। মৌসুমের শুরুতেই বিতর্ক তৈরি হয়েছে ঘোষিত দুটি আসরের সূচি নিয়ে। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের সূচি নিয়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান কড়া চিঠি দিয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে। চিঠিতে মোহামেডান বিদ্যমান পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বাফুফে সভাপতিকে।

 

বর্তমান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান কিংসের সভাপতি ইমরুল হাসান। একটি ক্লাবের সভাপতির লিগ কমিটির চেয়ারম্যান হওয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল মোহামেডান। এবার তারা লিখিতভাবে বাফুফে সভাপতির কাছে কমিটি বাতিল করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানিয়েছে। মোহামেডান মনে করে এ কমিটি নিরপেক্ষ নয়। 

 

চিঠিতে তারা লিখেছে, ‘আমরা অনুরোধ করেছিলাম মৌসুমের শুরুতে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ফরম্যাট ও সূচি নিয়ে যেন আলোচনা করা হয়। কোনো প্রকার আলোচনা ছাড়াই যে সূচি তৈরি করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ ও সামঞ্জস্যহীন। এটা ফুটবলের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। দেশের ফুটবলের স্বার্থে বর্তমান লিগ কমিটি বিলুপ্ত করে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কমিটি গঠন করা প্রয়োজন।’

 

সূচিতে ত্রুটি কোথায় এ বিষয়ে বাফুফে সভাপতির কাছে লেখা চিঠিতে কিছু উল্লেখ করেনি মোহামেডান। জানতে চাইলে মোহামেডান ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন দল। আমাদের প্রথম খেলা দেওয়া হয়েছে ফর্টিস এফসির বিপক্ষে। তাও অ্যাওয়ে ম্যাচ। এখন কোনো বিষয়েই ক্লাবগুলোর মতামত নেওয়া হয় না। কোনো অভিযোগ করলেও পাত্তা দেয় না লিগ কমিটি। তাই আমরা বিষয়টি সভাপতিকে লিখিতভাবে জানিয়েছি।’ 

 

নকীব অভিযোগ করেন, ‘প্রিমিয়ার লিগের সূচিতে ১২ ডিসেম্বর কিংসের বিপক্ষে আমাদের ম্যাচ। তিনদিন পর ফেডারেশন কাপেও আমাদের ম্যাচ রাখা হয়েছে কিংসের বিপক্ষে। মোহামেডানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। আমরা ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে সূচি ও ফরম্যাট সংশোধনের দাবি জানিয়েছি।’

 

ফিকচার নিয়ে আপত্তি আছে প্রিমিয়ার লিগে ওঠা আরামবাগ ক্রীড়া চক্রেরও। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে রানার্সআপ হয়ে প্রিমিয়ারে উঠে ক্লাবটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘ফেডারেশন আমাদের সরাসরি সূচি দিয়েছে। কোন ছকে কীভাবে সূচি হয়েছে আমাদের জানা নেই।’

Komentar