উত্তাল সাগরে শতাধিক ট্রলার, কূলে আতঙ্ক

Kommentarer · 38 Visninger

গভীর বঙ্গোপসাগর উত্তাল থাকায় এখনো পাথরঘাটা উপকূলের শতাধিক মাছ ধরা ট্রলার তীরে আসতে পারেনি। ফলে সাগরে আটকে থা

গভীর বঙ্গোপসাগর উত্তাল থাকায় এখনো পাথরঘাটা উপকূলের শতাধিক মাছ ধরা ট্রলার তীরে আসতে পারেনি। ফলে সাগরে আটকে থাকা জেলেদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

 

গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেরা মাছ শিকার করতে পারছেন না। অনেক ট্রলার সুন্দরবনসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। এছাড়া ভোলা ও পিরোজপুরের ২টি ট্রলার ভারতে ধরে নিয়ে যাওয়ায় জেলেদের পরিবার আতঙ্কে আছে। বেশির ভাগ ট্রলার ফিরে এসেছে।

 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা জেলেদের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বেশির ভাগ ট্রলার ঘাটে ফিরলেও কিছু সংখ্যক  ট্রলার এখনো সাগরে রয়েছে। তাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজন এবং ট্রলার মালিকরা। এছাড়াও একটি নতুন আতঙ্ক তৈরি হয়েছে- ইতোমধ্যে ভোলা ও পিরোজপুরের ২টি ট্রলারসহ ৩১ জন জেলেকে ভারতীয় বাহিনী ধরে নিয়ে গেছে।

 

তিনি আরও বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। অনেক  ট্রলার সুন্দরবনসংলগ্ন দুবলা, মেহেরআলী, আলোরকোল এলাকায় আশ্রয় নিয়েছে। এখনো শতাধিক ট্রলারের খোঁজ মিলছে না। তবে ধারণা করা হচ্ছে সবাই নিরাপদে আছে, নেটওয়ার্কের কারণে খোঁজ নেওয়া যাচ্ছে না।

Kommentarer