আবার সুযোগ পেলে রেকর্ড ভেঙে দিও: মুল্ডারকে লারা

Komentari · 35 Pogledi

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ড?

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। সামনে ছিল ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু সবাইকে চমকে দিয়ে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করে বসেন মুল্ডার। ফলে হাতছাড়া হয় রেকর্ডের সম্ভাবনা, আর তার এই সিদ্ধান্তে হতবাক হয়ে গেছেন ক্রিকেটবিশ্ব।

ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙার চেষ্টা না করা প্রসঙ্গে ম্যাচ শেষে মুল্ডার বলেছিলেন, ‘এমন রেকর্ড লারার মতো কিংবদন্তিরই থাকা উচিত।’

কিন্তু মুল্ডারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন ক্রিস গেইল। তিনি বলেছিলেন, ‘৪০০ করার সুযোগ জীবনে একবারই আসে। মুল্ডার হয়তো ঘাবড়ে গিয়েছিলেন কিংবা বড় ভুল করেছেন।’

মুল্ডারের এই সিদ্ধান্তকে ভুল মনে করছেন কিংবদন্তি লারাও। তিনি জানালেন, লারার সঙ্গে তার কথা হয়েছে। তিনিও (লারা) বলেছেন, অবশ্যই তার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল।

মুল্ডার সুপারস্পোর্টকে বলেন, ‘এই বিষয়ে আমার সঙ্গে লারার কিছুটা কথা হয়েছে। তিনি আমাকে বললেন, আমি তো আমার নিজস্ব ইতিহাস তৈরি করছি এবং আমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল।’

প্রোটিয়া ব্যাটার আরও বলেন, ‘তিনি (লারা) বলেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তিনি চান ভবিষ্যতে আমি যদি এমন অবস্থায় আবার পড়ি, তাহলে যেন চেষ্টা করি এবং তার স্কোর ছাড়িয়ে যাই।’

লারার রেকর্ড ভাঙার চেষ্টা না করা ভুল ছিল বলে ব্যক্তিগতভাবে মনে করেন না মুল্ডার। এখনও তিনি তার মতোই বলছেন, ‘এটা তার (লারা) দিক থেকে একদমই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি ছিল। তবে আমি এখনো মনে করি আমি সঠিক কাজটাই করেছি, আর খেলাটার প্রতি সম্মান দেখানোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Komentari