পাকিস্তানের জয়ে কতটা কঠিন হলো বাংলাদেশের ফাইনালের পথ

Yorumlar · 40 Görüntüler

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান হারলে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। এই হিস??

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান হারলে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। এই হিসাব করে যারা শ্রীলঙ্কার জয়ের আশা নিয়ে টেলিভিশনের সামনে ম্যাচ দেখতে বসেছিলেন, বাংলাদেশের সেই সমর্থকদের নিজেদের ইনিংসে হতাশ করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে ২০ ওভারে ৮ উইকেটে যে মাত্র ১৩৩ রান তুলেছে তারা।

 

এরপর পাকিস্তানের ইনিংসের সময় কখনো দুর্দান্ত বোলিংয়ে আশা জাগিয়েছে, কখনো আবার আঁটসাঁট বোলিংটা আলগা করে দিয়ে টেনশনে রেখেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের সমর্থকদের হতাশ করে ১২ বল বাকি থাকতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা।

Yorumlar