নীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
Eng
By using this site, you agree to our Privacy Policy.
OK
ভিডিও
ছবি
ভিডিও
ইসলাম
নবী–তনয়া জয়নবের (রা.) কাহিনি
মওলবি আশরাফ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০০
ফলো করুন
নবী–তনয়া জয়নবের (রা.) কাহিনি
ছবি: পেক্সেল্স
নবীজির (সা.) জ্যেষ্ঠ কন্যা জয়নব বিনতে মুহাম্মদ (রা.) জন্ম হিজরিপূর্ব ২৩ সালে, ৬০০ খ্রিষ্টাব্দে। উম্মুল মুমিনিন খাদিজা (রা.) তাঁর আপন বোন হালাহ বিনতে খুওয়াইলিদের ছেলে আবুল আসকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন।
জয়নবের বয়স ১০ পেরোনোর আগেই আবুল আসের সঙ্গে তিনি তাঁর বিয়ের প্রস্তাব করলেন।
নবীজি (সা.) কখনো জীবনসঙ্গী খাদিজার কথা ফিরিয়ে দিতেন না, তিনি এই সম্পর্ক কবুল করেন এবং আল্লাহর নামে দুজনকে পবিত্র বন্ধনে আবদ্ধ করেন। এরপর একে অপরের প্রতি নির্ভরতা আর ভালোবাসায় সুখেই দিন কাটছিল।
এরই মধ্যে নবীজি (সা.) নবুয়ত পেয়ে ইসলাম প্রচার শুরু করেন। জয়নব (রা.) ইসলামে দীক্ষিত হন; কিন্তু তাঁর স্বামী আবুল আস নিজ ধর্মেই অটল রইলেন। (ইদরীস কান্ধলবী (র.), সীরাতে মুস্তফা, ২/১০৯-১১০, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০১৩)
নবুয়তের প্রথম দিকে নিয়ম ছিল জীবনসঙ্গীর যেকোনো একজন মুশরিক থাকলেও সম্পর্ক বহাল রাখতে পারবে।
নবুয়তের প্রথম দিকে নিয়ম ছিল জীবনসঙ্গীর যেকোনো একজন মুশরিক থাকলেও সম্পর্ক বহাল রাখতে পারবে। জয়নব (রা.) আবু আসের সঙ্গে সংসার করতে থাকেন, ধর্মের ফারাক থাকলেও তাঁদের মধ্যে প্রেমে কোনো ঘাটতি ছিল না।
এ সময় হিংসুক কাফেররা নবীজিকে (সা.) কষ্ট দিতে আবুল আসের কাছে গিয়ে জয়নবকে তালাক দিতে বলল, সঙ্গে লোভনীয় প্রস্তাবও দিল; কিন্তু আবুল আস সাফ জানিয়ে দিলেন, তিনি কোনো বিনিময়েই জয়নবকে (রা.) ছাড়বেন না।