অধিনায়ক জাকের, দলে ৪ পরিবর্তন

মন্তব্য · 52 ভিউ

জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে টানা দুই ম্যাচে হারলে ফাইনাল??

জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে।

Advertisement

এমন কঠিন সমীকরণের ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের এই শক্তিশালী দলের বিপক্ষে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তিনি চোটে আক্রান্ত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থাকায় তাকে আজ রিক্স নিয়ে খেলায়নি টিম ম্যানেজ মেন্ট।

শুধু লিটন কুমার দাসই নন, আজ দলে ৪টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন অহামেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।  

 

মন্তব্য
অনুসন্ধান করুন