গাজা ইস্যু মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক সফল: এরদোগান

Mga komento · 54 Mga view

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুসলি?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে গাজা ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ‘খুবই ফলপ্রসূ ও ইতিবাচক’। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের ফলাফল গঠনমূলক ভূমিকা রাখবে।

Advertisement

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

নিউইয়র্কের তুর্কেভি সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ‘আমরা মাত্রই একটি খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক শেষ করেছি। আমি সন্তুষ্ট—আশাবাদী এই বৈঠকের ফল মঙ্গলজনক হোক।’

ট্রাম্পের সঙ্গে জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা নিয়ে এ আঞ্চলিক বৈঠকে অংশ মুসলিম দেশগুলোর নেতারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান জানান, বৈঠকের যৌথ ঘোষণা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘চূড়ান্ত ঘোষণাটি খুব শিগগিরই প্রকাশিত হবে। ট্রাম্প এবং তামিমের (কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি) বিবৃতি থেকেই আজকের বৈঠকের ফলাফল স্পষ্ট হবে।’

Mga komento