৪
বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত
০০: ০৪
১২৭ রানে অলআউট বাংলাদেশ
২৩: ৫৩ , সেপ্টেম্বর ২৪
সাইফ ফিরলেন বুমরার বলে
২৩: ৪৮ , সেপ্টেম্বর ২৪
কুলদীপের জোড়া আঘাত
২৩: ৪৩ , সেপ্টেম্বর ২৪
বাঁচলেন সাইফ, আউট সাইফউদ্দিন
২৩: ৩৪ , সেপ্টেম্বর ২৪
সাইফের ফিফটি
২৩: ২৯ , সেপ্টেম্বর ২৪
জাকের রানআউট
২৩: ২৪ , সেপ্টেম্বর ২৪
বোল্ড হলেন শামীম
২৩: ১৭ , সেপ্টেম্বর ২৪
হৃদয় আউট
২৩: ০৯ , সেপ্টেম্বর ২৪
বাংলাদেশের ৫০
২৩: ০৭ , সেপ্টেম্বর ২৪
পারভেজ আউট!
২৩: ০৩ , সেপ্টেম্বর ২৪
বুমরাকে ছক্কা পারভেজের
২২: ৫৮ , সেপ্টেম্বর ২৪
বরুণের ওভার থেকে এল ১৩ রান
২২: ৪৮ , সেপ্টেম্বর ২৪
পান্ডিয়ার বলে দুই বাউন্ডারি
২২: ৩৮ , সেপ্টেম্বর ২৪
তানজিদ ফিরলেন দ্বিতীয় ওভারেই
২২: ১৯ , সেপ্টেম্বর ২৪
বাংলাদেশের টার্গেট ১৬৯
২২: ১১ , সেপ্টেম্বর ২৪
১৬৮ রানে আটকাল ভারত
২১: ৫৮ , সেপ্টেম্বর ২৪
২২ বল পর বাউন্ডারি
২১: ৪৫ , সেপ্টেম্বর ২৪
তানজিমের শিকার তিলক
২১: ৪২ , সেপ্টেম্বর ২৪
রেকর্ড
২১: ৩৪ , সেপ্টেম্বর ২৪
মোস্তাফিজের বলে ফিরলেন সূর্যকুমার
২১: ২৯ , সেপ্টেম্বর ২৪
অভিষেকের বিদায়
২১: ১৯ , সেপ্টেম্বর ২৪
এক শর কাছাকাছি ভারত
২১: ১১ , সেপ্টেম্বর ২৪
রিশাদের আরেকটি উইকেট
২১: ০৯ , সেপ্টেম্বর ২৪
পাওয়ার প্লের সর্বোচ্চ
২১: ০৫ , সেপ্টেম্বর ২৪
অবশেষে প্রথম উইকেটের দেখা
২১: ০১ , সেপ্টেম্বর ২৪
পাওয়ার প্লের শেষ তিন ওভারে ঝড়
২০: ৫৩ , সেপ্টেম্বর ২৪
নাসুমের এক ওভারেই ২১ রান
২০: ৪৪ , সেপ্টেম্বর ২৪
সুযোগ দিলেন অভিষেক, তবে ...
২০: ৪১ , সেপ্টেম্বর ২৪
১০ নম্বর বলে প্রথম বাউন্ডারির দেখা ভারতের
২০: ২৫ , সেপ্টেম্বর ২৪
১২তম অধিনায়ক
২০: ১৪ , সেপ্টেম্বর ২৪
ভারতের একাদশে যাঁরা
২০: ০৭ , সেপ্টেম্বর ২৪
একাদশে ৪ পরিবর্তন বাংলাদেশের
২০: ০১ , সেপ্টেম্বর ২৪
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৯: ৫৭ , সেপ্টেম্বর ২৪
ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী
১৯: ৫৫ , সেপ্টেম্বর ২৪
লিটন কি খেলছেন?
১৯: ৫৩ , সেপ্টেম্বর ২৪
স্বাগত
০০: ১৪
বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত
রান তাড়ার শুরুতে তানজিদ হাসানকে হারালেও বাংলাদেশের পাওয়ার প্লে খারাপ যায়নি। প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৪৪। এরপর ভারতের তিন স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীরা আক্রমণে এলে বাংলাদেশের রানের গতি কমে আসে। একপ্রান্ত থেকে সাইফ হাসান রান করে গেলেও অপর প্রান্তে লাগাতার উইকেট–পতনে বাংলাদেশ স্বস্তিতে ছিল না।
৪১ রানে হেরেছে বাংলাদেশ
৪১ রানে হেরেছে বাংলাদেশএএফপি
৪০ রানে প্রথমবার জীবন পাওয়া সাইফ আউট হওয়ার আগে ক্যাচ দিয়ে বেঁচেছেন আরও তিনবার। ১৮তম ওভারে বুমরার বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সাইফ করেছেন ৫১ বলে ৬৯ রান, যে ইনিংসে ছিল ৫টি ছক্কা। সাইফের আউটের সময় অবশ্য রান রেট এমন পর্যায়ে ছিল যে, বাংলাদেশের হারই অবশ্যম্ভাবী।
শেষ পর্যন্ত বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত জিতেছে ৪১ রানে। সুপার ফোরে টানা দুই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশের সম্ভাবনা অবশ্য এখনো মিলিয়ে যায়নি। আগামীকাল দুবাইয়ের বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে জয়ী দলও উঠবে ফাইনালে। যার অর্থ, ভারতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে আর বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ পরিণত হয়েছে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে।