লিভারপুলকে জিতিয়েও ‘আহাম্মক’ হলেন একিতিকে

टिप्पणियाँ · 34 विचारों

লিগ কাপে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুলকে জিতিয়েও সমালোচনার মুখে হুগো একিতিকে। ম্যাচে শেষ দিকে তিনি য

লিগ কাপে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুলকে জিতিয়েও সমালোচনার মুখে হুগো একিতিকে। ম্যাচে শেষ দিকে তিনি যা করেছেন, তা অনেকের কাছে ‘বোকামি’ ছাড়া আর কিছু নয়। এমনকি কোচ আর্নে স্লটও তাঁর এই কাণ্ডকে ‘আহম্মকি’ বলে মন্তব্য করেছেন।

 

গতকাল রাতে অ্যানফিল্ডে ম্যাচের ৪৩ মিনিটে আলেক্সান্দার ইসাকের গোলে এগিয়ে যায় লিভারপুল। এটি লিভারপুলের জার্সিতে ইসাকের প্রথম গোল। সুইডিশ স্ট্রাইকারের এই গোলেই একপর্যায়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে লিভারপুল। কিন্তু ৭৬ মিনিটে শেয়া চার্লসের গোলে সমতা ফেরায় সাউদাম্পটন। এরপর ম্যাচের ৮৫ মিনিটে দারুণ এক আক্রমণে ফেদেরিকো কিয়েসার পাস থেকে গোল করেন একিতিকে।

टिप्पणियाँ