দারুণ এক গোলে আলোচনায় ভিনিসিয়ুসরিয়াল মাদ্রিদের এক্স পেজ থেকে
সম্প্রতি লা লিগায় বেঞ্চে বসানোয় ক্ষোভ প্রকাশ করে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই সমালোচনার জবাব দেওয়ার জন্য ভিনিসিয়ুস হয়তো ভেতরে–ভেতরে তেতে ছিলেন।
সেই জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি। বিশেষ করে গতকাল লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জেতা ম্যাচে যে গোলটি করেছেন, সেটা অনেক দিন মনে রাখার মতো।
ম্যাচের ২৮ মিনিটের খেলা চলছিল তখন। ডান প্রান্তে লেভান্তের বক্সের বাইরে বল পান ফেদে ভালভের্দে। আলতো পাসে বল বাড়ান বক্সে থাকা ভিনিসিয়ুসের উদ্দেশে। ভিনির সামনে তখন লেভান্তের দুই খেলোয়াড়। তাঁদের মাঝ দিয়ে বুটের বাইরের অংশের ব্যবহারে শট নেন ভিনি। বলটা হাওয়ায় ভাসতে ভাসতে বাঁক নিয়ে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে। গোল হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন ভিনিসহ রিয়ালের ফুটবলাররা। ম্যাচটি ৪–১ গোলে জিতেছে রিয়াল।
আরও পড়ুন
দূরন্ত এমবাপ্পের ডানায় চড়ে উড়ছে রিয়াল
২১ ঘণ্টা আগে
দূরন্ত এমবাপ্পের ডানায় চড়ে উড়ছে রিয়াল
ভিনির দুর্দান্ত এই লক্ষ্যভেদের পরই এখন আলোচনার কেন্দ্রে তাঁর করা গোলটি। ভিনিসিয়ুস যে ধরনের শটে গোল করেছেন, সেটা বলা হয় ‘ট্রিভেল্লা’ শট। এমন শট বা পাসের ক্ষেত্রে খেলোয়াড়েরা পায়ের বাইরের অংশ (আউট সাইড অব দ্য ফুট) ব্যবহার করেন। এতে বল বাঁক খেয়ে খানিকটা দিক বদলে ফেলে, যা প্রতিপক্ষকে অনেক সময় বিভ্রান্ত করে। গতকাল রাতে ভিনিসিয়ুসের শটটাও ছিল তেমনই একটি শট।