ম্যাচের শুরু থেকে শেষ: বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত

Комментарии · 49 Просмотры

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত
রান তাড়ার শুরুতে তানজিদ হাসানকে হারালেও বাংলাদেশের পাওয়ার প্লে খার?

৪০ রানে প্রথমবার জীবন পাওয়া সাইফ আউট হওয়ার আগে ক্যাচ দিয়ে বেঁচেছেন আরও তিনবার। ১৮তম ওভারে বুমরার বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সাইফ করেছেন ৫১ বলে ৬৯ রান, যে ইনিংসে ছিল ৫টি ছক্কা। সাইফের আউটের সময় অবশ্য রান রেট এমন পর্যায়ে ছিল যে, বাংলাদেশের হারই অবশ্যম্ভাবী।

 

শেষ পর্যন্ত বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত জিতেছে ৪১ রানে। সুপার ফোরে টানা দুই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশের সম্ভাবনা অবশ্য এখনো মিলিয়ে যায়নি। আগামীকাল দুবাইয়ের বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে জয়ী দলও উঠবে ফাইনালে। যার অর্থ, ভারতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে আর বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ পরিণত হয়েছে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে।

 

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, গিল ২৯, অক্ষর ১০; রিশাদ ২/২৭, তানজিম ১/২৯, মোস্তাফিজ ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭)। বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ ৬৯, পারভেজ ২১; কুলদীপ ৩/১৮, বুমরা ২/১৮)। ফল: ভারত ৪১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অভিষেক শর্মা।

Комментарии