নরওয়ের রাজধানী অসলোতে ইসরাইলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ।
অসলো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র ব্রায়ান স্কোটনে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একজনকে আটক করেছি এবং এ ঘটনার সঙ্গে আরও লোকজন সংশ্লিষ্ট কি না— তা জানার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা হলো, কোনো পক্ষকে ফাঁসানোর জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।’
আটককৃত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি ব্রায়ান। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সে একজন কিশোর এবং বয়স ১৩ বছর।