নরওয়েতে ইসরাইলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, কিশোর আটক

टिप्पणियाँ · 33 विचारों

নরওয়ের রাজধানী অসলোতে ইসরাইলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩

নরওয়ের রাজধানী অসলোতে ইসরাইলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এর সঙ্গে  সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ।

Advertisement

অসলো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র ব্রায়ান স্কোটনে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একজনকে আটক করেছি এবং এ ঘটনার সঙ্গে আরও লোকজন সংশ্লিষ্ট কি না— তা জানার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা হলো, কোনো পক্ষকে ফাঁসানোর জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।’

আটককৃত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি ব্রায়ান। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সে একজন কিশোর এবং বয়স ১৩ বছর।

टिप्पणियाँ