রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকচক্রের হামলায় নূরাইন (২৫) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি ওই এলাকায় মুরগি ব্যবসা করতেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে কুখ্যাত চুয়া সেলিম গ্রুপের কয়েকজন সদস্য তার ওপর এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলার পর প্রথমে নূরাইনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।