ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে হুথির ড্রোন হামলা

التعليقات · 58 الآراء

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুথি। এই হামলায় অন্তত ২০

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুথি। এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তেলআবিবের উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।
 
বুধবারের এ হামলার পর এমডিএ জানায়, আহতদের মধ্যে দুইজন ষাট বছরের বেশি বয়সি পুরুষ গুরুতর আহত হয়েছেন। আরও একজন মাঝারি আঘাতপ্রাপ্ত এবং বাকি ১৭ জন হালকা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিকাংশের শরীরে শার্পনেলের আঘাত লেগেছে।
 
 এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
التعليقات