ডেঙ্গুর ধরন–৩–এ আক্রান্ত বাড়ছে, মৃত্যুহারও বেশি

Kommentarer · 58 Visninger

নতুন এ ধরনের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর ঝুঁকি অনেকটা বেড়ে যাচ্ছে বলে মনে করেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা।

রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২২ আগস্ট ২০২৫ছবি: দীপু মালাকার

প্রায় তিন বছর ধরে ডেঙ্গুর চার ধরনের মধ্যে ধরন (ভেরিয়েন্ট)-২-এ বেশি মানুষ আক্রান্ত হতেন। চলতি বছর এর সঙ্গে ধরন-৩-এ আক্রান্ত বেড়ে যাচ্ছে। এই ধরনে বেশি আক্রান্তের ঘটনা ঘটছে রাজধানীতে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন এ ধরনের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর ঝুঁকি অনেকটা বেড়ে যাচ্ছে বলে মনে করেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা। এখন পর্যন্ত রাজধানীতে রোগ অনুপাতে ডেঙ্গুতে মৃত্যুহার আগের দুই বছরের চেয়ে বেশি।

 

 

 

জনস্বাস্থ্যবিদ অধ্যাপক মুশতাক হোসেন বলেন, নতুন ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াটা একটা বিপৎসংকেত। আগের ধরন-২ আক্রান্ত রোগী আবার ধরন-৩–এ আক্রান্তের ঝুঁকিতে থাকেন। আর যদি দ্বিতীয়বার আক্রান্ত হন, তবে তাঁর মৃত্যুঝুঁকি অনেকটা বেড়ে যায়।

Kommentarer