এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে নিয়ে ইতিবাচক কথাই হয়েছে বেশি। তবে পারফর্ম করতে না পারায় এই জুটি আফগানিস্তান ম্যাচে ভেঙে যায়। তানজিদের সঙ্গে ওপেন করেন সাইফ হাসান। সে ম্যাচে ৩০ করা সাইফ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচে করেছেন ফিফটি। তাই ওপেনিংয়ে আজ সবার আগে তাঁর নামটাই লেখা হবে।
অন্যদিকে আফগানিস্তান ম্যাচে ফিফটি করা তানজিদ টানা দুই ম্যাচে হয়েছেন ব্যর্থ। তাই পাকিস্তান ম্যাচে তানজিদকে বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে আজ পাকিস্তানের বিপক্ষে সাইফ ও পারভেজ ওপেন করতে পারেন। গতকাল ভারত ম্যাচে পারভেজ ভালো ব্যাটিংয়ের ঝলক দেখান।
লিটন দাস কি আজ খেলতে পারবেন?
লিটন দাস কি আজ খেলতে পারবেন?ফাইল ছবি
তবে লিটন দাস যদি আজও চোটের কারণে খেলতে না পারেন, তাহলে গতকালের মতো তানজিদ, সাইফ ও পারভেজ তিনজনকেই টপ অর্ডারে রাখতে হবে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আজ লিটন ফিরতে পারেন। লিটন ফিরলে সাইফের সঙ্গে ওপেনিংয়ে তানজিদ বা পারভেজের যেকোনো একজন খেলবেন।