টি-টোয়েন্টিতে অভিষেকই সবচেয়ে ‘সিক্সি’

コメント · 47 ビュー

-টোয়েন্টি চার-ছক্কার খেলা। যত বেশি ছক্কা মারতে পারবেন ততই ভালো। সে হিসেবে এই সময়ে অভিষেক শর্মার চেয়ে ভালো সম্ভ

-টোয়েন্টি চার-ছক্কার খেলা। যত বেশি ছক্কা মারতে পারবেন ততই ভালো। সে হিসেবে এই সময়ে অভিষেক শর্মার চেয়ে ভালো সম্ভবত আর কেউ নেই। ভারতের এই ওপেনার প্রায় এক ওভার পরপরই ছক্কা মারেন।

 

নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে ছেলেদের টি-টোয়েন্টিতে অভিষেকের ছক্কা মারার হার সবচেয়ে ভালো। অন্তত ৫০ ছক্কা মারা খেলোয়াড়দের মধ্যে হিসাবটি করেছে ইএসপিএনক্রিকইনফো। প্রতি ৬.৮৩ বল পরপর ছক্কা মারেন অভিষেক। সহযোগী দেশের খেলোয়াড়দের হিসাবে নিলে ভারতীয় ওপেনার এ তালিকায় দ্বিতীয়। জিব্রাল্টারের কাইরন স্ট্যাগনো প্রতি ৬.৬১ বল পরপর ছক্কা মারেন।

コメント