বাংলাদেশকে ফাইনালে যেতে আবার লাগবে সাইফের ‘ফায়ার’

commentaires · 38 Vues

শোয়েব মালিক উর্দু–ইংরেজি মিশিয়ে বললেন, ‘আগার বাংলাদেশ কো ফাইনালমে পৌঁছনা হ্যায়, হি হ্যাজ টু ফায়ার।’

কে? সা?

শেষ

বাংলাদেশ

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

মতামত

খেলা

বিনোদন

চাকরি

জীবনযাপন

ভিডিও

Eng

ছবি

ভিডিও

ভিডিও

 

ক্রিকেট

বাংলাদেশকে ফাইনালে যেতে আবার লাগবে সাইফের ‘ফায়ার’

খেলা ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৫

ফলো করুন

সাইফ হাসান ভারতের বিপক্ষেও দারুণ ব্যাট করেন

সাইফ হাসান ভারতের বিপক্ষেও দারুণ ব্যাট করেনএএফপি

শোয়েব মালিক উর্দু–ইংরেজি মিশিয়ে বললেন, ‘আগার বাংলাদেশ কো ফাইনালমে পৌঁছনা হ্যায়, হি হ্যাজ টু ফায়ার।’

 

কে? সাইফ হাসান।

 

পাকিস্তানের লাইভ স্ট্রিমিং শো ‘ট্যাডম্যাড’–এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে সাইফকে নিয়ে মালিক শুধু এই কথাতেই থামেননি। একটু মজাও করলেন, ‘বল আকাশে উঠছিল, কেউ ধরতে পারছিল না, ভাগ্যটাও ভালো ছিল। তবে সে ভালো ব্যাটসম্যান। প্রতিভা আছে। স্ট্রাইকও অদলবদল করে খেলতে পারে।’

 

 

 

টি–টোয়েন্টি তো আসলে বল আকাশে তোলারই খেলা। সাইফকে তাই ঝুঁকি নিতেই হয়েছিল। ভারতের বিপক্ষে গতকালের ম্যাচে স্কোরবোর্ডে তাঁর নামের পাশে লেখা থাকবে ৫১ বলে ৬৯ রান। কিন্তু ম্যাচটা দেখে থাকলে অনেকে বলতে পারেন, চারবার ক্যাচ মিসে ‘জীবন’ পাওয়া ইনিংসের প্রশংসা এতটা কেন!

 

আবারও মনে করিয়ে দেওয়া দরকার—খেলাটা টি–টোয়েন্টি। দ্রুত রানের জন্য তুলে মারাই ব্যাটসম্যানের ‘ধর্ম’। ক্যাচ উঠলে আর সেটা ফসকে গেলে, ব্যাটসম্যানের কী করার আছে! তবে সাইফের ছক্কা মারার চেষ্টার সময়টা খেয়াল করলে তাঁর পরিণতিবোধের প্রশংসা করতেই হয়। ১২তম ওভারের দ্বিতীয় বলে প্রথম ‘জীবন’ পান তিনি। তখন ৫৩ বলে দরকার ৯৩ রান, হাতে ৬ উইকেট। এখান থেকেই ঝুঁকি নিতে শুরু করেন। গত চার–পাঁচ বছরে বাংলাদেশের টি–টোয়েন্টি ব্যাটিং দেখলে বোঝা যায়, এ এক ব্যতিক্রমী মানসিকতা। রান তাড়ায় চাপে পড়ে নিজেদের কথা ভাবার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে। সাইফ সেদিক থেকে আলাদা। তাঁর ৫টি বড় ছক্কাই তার প্রমাণ।

commentaires