ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

टिप्पणियाँ · 46 विचारों

ফলো করুন

ড্রোন ওড়ার কারণে ডেনমার্কের আলবর্গ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২৫ সেপ্টেম্বর ২০২৫, আলব?

ফলো করুন

 

ড্রোন ওড়ার কারণে ডেনমার্কের আলবর্গ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২৫ সেপ্টেম্বর ২০২৫, আলবর্গছবি: রয়টার্স

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়েছে সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এর সঙ্গে রাশিয়ার জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনায় দেশটির বিমান চলাচল ব্যহত হলো।

 

গতকাল বুধবার সন্ধ্যায় আলবর্গ বিমানবন্দরের আকাশে সবুজ আলো দেখা যাওয়ার পর কয়েক ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিলুন্ড বিমানবন্দরও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। আরও তিনটি ছোট বিমানবন্দর থেকেও ড্রোন উড়তে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে।

 

এর আগে গত সোমবার ড্রোন ওড়ার কারণে কোপেনহেগেন বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ছিল।

 

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন সংবাদ সম্মেলনে বলেন, এই ‘হাইব্রিড অ্যাটাক পরিকল্পিত অভিযানের’ অংশ বলে মনে হচ্ছে। তবে তিনি জানান, ড্রোনগুলো স্থানীয়ভাবেই ওড়ানো হয়েছে।

 

 

 

‘হাইব্রিড অ্যাটাক’ হলো এমন একটি কৌশল, যেখানে সামরিক ও বেসামরিক পদ্ধতির মিশ্রণ ঘটানো হয়। এর লক্ষ্য থাকে কোনো দেশের অবকাঠামো বা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা।

 

এসব ড্রোন উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করে, বিশেষ করে উড্ডয়ন বা অবতরণের সময়। এমন ঝুঁকি এড়াতে বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বা ফ্লাইট বিলম্বে ছাড়তে হয়েছে।

 

ঘটনার সময় আলবর্গ বিমানবন্দর থেকে অন্তত তিনটি ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। গতকাল রাতের ঘটনার শিকার সব বিমানবন্দরই ডেনমার্কের মূল ইউরোপীয় ভূখণ্ড জুটল্যান্ডে অবস্থিত।

 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটের দিকে প্রথম উত্তরাঞ্চলীয় আলবর্গ বিমানবন্দরে ড্রোন দেখা যায়। কয়েক মিনিট পরই পুলিশ দক্ষিণের এসবার্গ, সন্ডারবর্গ ও স্ক্রাইডস্ট্রুপের ছোট বিমানবন্দরগুলোর কাছে ড্রোন ওড়ার খবর পায়।

 

বিলুন্ডের আকাশে ড্রোন ওড়ার কারণে আজ বৃহস্পতিবার ভোরের দিকে বিমানবন্দরের কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়।

टिप्पणियाँ