সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচার সংক্রান্ত তিন মামলায় আরামিট গ্রুপের দুই কর্মকর্তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
দুই কর্মকর্তা হচ্ছেন- আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল ও জাবেদের দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম আব্দুল আজিজ।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ইউসিবিএল ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে টাকা পাচারের ঘটনায় দুদকের দায়ের করা তিনটি মামলায় উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে তিনটি মামলায় দুজনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর উৎপল ও আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছিল। ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় উৎপল ও আবদুল আজিজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।