অঘোষিত ‘সেমিফাইনালে’ খেলছেন না লিটন

Комментарии · 21 Просмотры

জিতলে ফাইনালে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের

জিতলে ফাইনালে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে তাকে গত ম্যাচে ভারতের বিপক্ষে পায়নি বাংলাদেশ।

Advertisement

আশা করা হয়েছিল আজ অঘোষিত ‘সেমিফাইনালে’ লিটন দাসের সার্ভিস পাবে বাংলাদেশ দল। কিন্তু তিনি হয়তো এখনো খেলার জন্য ফিট নন।

যে কারণে আজ পাকিস্তান ম্যাচে লিটন দাসকে পাওয়া যাবে না। তার পরিবর্তে আগের ম্যাচের মতো আজও নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

Комментарии