গোলের নেশায় পেয়েছে মেসি ও ইন্টার মায়ামিকে

코멘트 · 46 견해

গোলের পর গোল করছেন মেসি। আজ নিউইয়র্ক সিটির বিপক্ষে গোলের পরএএফপি
দুটি গোল করেছেন। একটি গোল করিয়েছেন। লিওনে??

গোলের পর গোল করছেন মেসি। আজ নিউইয়র্ক সিটির বিপক্ষে গোলের পরএএফপি

দুটি গোল করেছেন। একটি গোল করিয়েছেন। লিওনেল মেসির জন্য এ আর নতুন কী! মেজর লিগ সকারে (এমএলএস) আজ সকালে আর্জেন্টাইন কিংবদন্তির এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিউইয়র্ক সিটি এফসির মাঠে ৪-০ গোলের জয় পায় ইন্টার মায়ামি। এ জয়ে এমএলএস কাপের প্লে–অফে উঠল হাভিয়ের মাচেরানোর দল।

 

 

 

ম্যাচের দুই অর্ধেই এমএলএসের ইতিহাসে নাম লেখান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৪৩ মিনিটে নিউইয়র্কের ডিফেন্স চেরা পাসে মায়ামির মিডফিল্ডার ব্যালটাজার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন মেসি। বিরতির পর ৭৪ ও ৮৬ মিনিটে করেন দারুণ দুটি গোল। এমএলএসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করলেন মেসি। তাঁর জোড়া গোলের মাঝখানে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মায়ামি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

코멘트