প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, চার বন্ধু একসঙ্গে নদে নামে। তবে মোহাইমিনুল সাঁতার জানত না। সে নদীর কূলে বসে ছিল। এ সময় হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যায়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেয়। স্থানীয় ১২ ব্যক্তি টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে খোঁজ চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আজ সকালে মরদেহ উদ্ধার করেন।
Tìm kiếm
Bài viết phổ biến