চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ

코멘트 · 46 견해

চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বা??

চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল।

Advertisement

আজ সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) বাফুফে একাডেমি দল ৪-০ গোলে হারিয়েছে। 

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, ‘আগামীকাল ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইউহান অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপ পর্বে আমরা ১-০ গোলে হেরেছিলাম। এবার আমরা ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।’

আজ সেমিফাইনালে ১৩ মিনিটে রনি চার মিনিট পর তাহসান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বাফুফে একাডেমি। স্বপন ও হেদায়েত ৪৪ ও ৫৫ মিনিটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলংকা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা। 

তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর আজ সেমিফাইনালে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ। 

코멘트