বাগরাম ঘাঁটি দখলের চেষ্টা করলে কী পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের

Комментарии · 47 Просмотры

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফের যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ইচ্ছা প্র??

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফের যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ঘাঁটিটিতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, তাই এটি তাদের হাতে ফেরত দিতে হবে।

Advertisement

২০২১ সালে তালেবান যোদ্ধারা কাবুল ঘিরে ফেললে মার্কিন সেনারা হঠাৎ করেই বাগরাম ঘাঁটি থেকে সরে যায়। সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি এ ঘাঁটি ফিরিয়ে না দেয়, তাহলে ‘খারাপ কিছু ঘটবে’।

উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান ফরেন পলিসি পত্রিকায় লিখেছেন, ট্রাম্প বারবার বাগরাম নিয়ন্ত্রণের কথা বলছেন এবং এটি তিনি বাস্তবায়ন করতে চাইছেন। এতে যুক্তরাষ্ট্র সরাসরি ঘাঁটিটি দখল করতে পারে কিংবা ধ্বংস করে দিতে পারে—দুই পরিস্থিতিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা ব্যাপক হতাহতের ঝুঁকি তৈরি করবে এবং বন্দি বিনিময় আলোচনাও ভেস্তে যেতে পারে।

কুগেলম্যানের মতে, তালেবান সরকার কখনো আলোচনার মাধ্যমে বাগরাম ছাড়বে না, এটি তাদের কাছে একেবারে ‘রেড লাইন’। গত রোববার এক বিবৃতিতে তালেবান সরকার জানায়, তারা দেশে কোনো বিদেশি সেনাকে থাকতে দেবে না। তবে বন্দি বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেও বাগরাম নিয়ে আলোচনা হবে না। 

Комментарии