নোংরামি নয়, সৎ নির্বাচন চাই: তামিম

Kommentarer · 57 Visninger

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রক্রিয়ায় হঠাৎ করেই নেমে এসেছে ধোঁয়াশার আবরণ। ওল্ড ডিওএইচএস ক্লাবের কা

অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রশ্নে নির্বাচন কমিশন ন্যূনতম আস্থাও রাখেনি। কারণ, শুনানিতে আপত্তিকারী অনুপস্থিত থাকায় কমিশন সরাসরিই জানিয়ে দিয়েছে-তামিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে তারা 'আমলযোগ্য' মনে করছে না। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেইন গতকাল বলেছেন, 'আমরা চিঠি পেয়েছি, তবে শুনানিতে যিনি উপস্থিত নন, তার বক্তব্য আর গুরুত্ব পায় না।'

 

 

ADVERTISEMENT

এবারের নির্বাচনী প্রক্রিয়ার আরেকটি কেন্দ্রীয় ইস্যু হলো বিতর্কিত ১৫ ক্লাব। দুদকের পর্যবেক্ষণের কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তৃতীয় বিভাগের বাছাই থেকে উঠে আসা এ ক্লাবগুলো। তার মধ্যে ভাইকিংস ক্রিকেট একাডেমির প্রতিনিধি ইফতেখার রহমান মিঠু প্রশ্ন তুলেছেন- বোর্ড সভার অনুমোদন ছাড়াই কীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো? এমনকি কোনো কর্মকর্তার স্বাক্ষরে কমিশনে চিঠি পাঠানো হয়েছে, তাও নির্বাচন কমিশন জানাতে ব্যর্থ হয়েছে। ফলে এই বাদ দেওয়া সিদ্ধান্তের নেপথ্যে গোপন চাপ বা অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে।

 

তামিম ইকবাল নিজেও সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চাপ তার ওপর যথেষ্ট আছে, এমনকি তার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, কেন হঠাৎ করে ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হলো, অথচ এতদিন ধরে তাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? তামিমের মতে, এখানে মূল উদ্দেশ্য নির্বাচনে এক পক্ষকে দুর্বল করা। তার ভাষায়, 'এত খারাপ সময় এসে গেল যে ৩০০ ক্রিকেটারের জীবনের সঙ্গে খেলায় মেতেছেন কেবল ক্ষমতা ধরে রাখার জন্য।'

Kommentarer