আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, কারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান, কারা জাতীয় পার্টিকে আনতে চান, কারা এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান এবং ১ হাজার ৪০০ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে চান, সেই গাদ্দারদের চিনতে হবে। তাঁরা বাংলাদেশের মানুষ নন।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপস হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোনো আপস হবে না। তা কংগ্রেসের নামে আসুক, বিজেপির নামে আসুক, গান্ধী পরিবারের নামে আসুক কিংবা নরেন্দ্র মোদির নামে আসুক—এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোনো ছাড় দেব না।’