বগুড়ার ৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা

نظرات · 52 بازدیدها

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা ??

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

Advertisement

 

বুধবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ এ তথ্য দিয়েছেন।

 

ঘোষিত প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এবিএম মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মুফতি জামাল পাশা, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে অধ্যাপক শাজাহান তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যাপক ইদ্রিস আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, বগুড়া-৬ (সদর) আসনে আনম মামুনুর রশিদ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ জানান, মঙ্গলবার বিকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে জেলা শাখার উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। সেখানে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।

 

সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বগুড়ার সাতটি সংসদীয় আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এছাড়া উপস্থিত সবার সঙ্গে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

 

প্রধান অতিথি হাতপাখাকে জনগণের প্রতীক উল্লেখ করে বলেছেন, নৌকা, লাঙ্গল ও ধানের শীষ সব মার্কাই গরিবদের। অথচ যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়। হাতপাখা এমন একটা প্রতীক যা সবার দরকার। হাতপাখার বিজয় হলে সবার বিজয় হবে।

نظرات