সৌদিতে অনুমতি ছাড়া মাছ ধরাই অপরাধ ছিল বাংলাদেশির

Mga komento · 110 Mga view

অনুমতি ছাড়া মাছ ধরায় মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির

অনুমতি ছাড়া মাছ ধরায় মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। তাদের উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশি সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে তারা। গতকাল শুক্রবার (১১ জুলাই) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশটির বার্তা সংস্থা সৌদি গ্যাজেট বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশির কাছে অবৈধভাবে শিকার বিপুল পরিমাণে মাছ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি।

সৌদির সীমান্তরক্ষী বাহিনী সকল প্রবাসী ও পর্যটককে সামুদ্রিক নিরাপত্তা আইন মেনে চলা এবং সামুদ্রিক এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন
পুলিশ দাঁড়িয়ে আছে, তবুও পাবজি-ফ্রি ফায়ারে বুঁদ ওরা!
পুলিশ দাঁড়িয়ে আছে, তবুও পাবজি-ফ্রি ফায়ারে বুঁদ ওরা!
১১ জুলাই, ২০২৫
 

 

অনুমতি ছাড়া মাছ ধরলে সৌদি থেকে প্রবাসীদের নিজ দেশে ফেরতও পাঠানো হতে পারে। যদিও সরাসরি এর সঙ্গে ফেরত পাঠানোর সংশ্লিষ্টতা নেই। তবে আইনি ঝামেলায় পড়লে এমন কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যে কেউ।

Mga komento