৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

코멘트 · 45 견해

২০২১ সালের পর এখন পর্যন্ত চার বছরে ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া কোম্পানিকে ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব। গত মঙ্?

২০২১ সালের পর এখন পর্যন্ত চার বছরে ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া কোম্পানিকে ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেইড অন ইউটিউব’ ইভেন্টে অ্যাপটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

Advertisement

গত এপ্রিল মাসে ২০ বছরে পা দিয়েছে ইউটিউব। অ্যাপটি জানিয়েছে, এই প্ল্যাটফর্মে ২০ বিলিয়নের বেশি ভিডিও রয়েছে—সঙ্গীত, শর্টস, পডকাস্টসহ আরও অনেক কনটেন্ট। মূলত এসবের ভিউয়ের উপর ভিত্তি করেই অর্থ প্রদান করা হয়।

কোম্পানির তথ্যমতে, টিভি স্ক্রিন থেকে বছরে ১,০০,০০০ ডলারের বেশি আয় করা চ্যানেলের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫% বেড়েছে। এতে ক্রিয়েটরদের অর্থও বেড়েছে।

ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভুলিচ এক ঘোষণায় নির্মাতাদের শক্তিকে প্রশংসা করে বলেছেন, ‘এসব ক্রিয়েটররা সংস্কৃতি ও বিনোদনকে এমনভাবে গড়ে তুলছেন যা আগে কখনও কল্পনা করা যায়নি।’

এই মাইলফলক এসেছে এমন সময়ে যখন গুগল-মালিকানাধীন প্ল্যাটফর্মটি তার ২০তম বর্ষপূর্তি পালন করছে এবং বিশ্বের অন্যতম লাভজনক মিডিয়া ব্যবসা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে।

গত বছর ইউটিউবের সিইও নীল মোহন জানিয়েছিলেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কোম্পানি নির্মাতাদের ৭০ বিলিয়ন ডলার প্রদান করেছে। এই এক বছরে আরও ত্রিশ বিলিয়ন বেড়েছে নির্মাতাদের আয়।

코멘트