৩৮ ঘণ্টা ধরে রাজশাহীসহ তিন জেলায় চলছে না দূরপাল্লার বাস

टिप्पणियाँ · 34 विचारों

উত্তরাঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ৩৮ ঘণ্টা পরও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। গত বৃহস্

সংশ্লিষ্ট রুটের যাত্রীদের ভাষ্য, মালিক ও শ্রমিক পক্ষের দ্বন্দ্বের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। পূর্বঘোষণা ছাড়া এ ধরনের ধর্মঘটের কারণে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও লাগছে বেশি। ট্রেনেরও টিকিট নেই।

टिप्पणियाँ