মধুমতি ব্যাংক পিএলসি ট্রেজারি ফ্রন্ট অফিসের (SEO-PO) ‘এফএক্স ডিলার’ পদে নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী ??
মধুমতি ব্যাংক পিএলসি ট্রেজারি ফ্রন্ট অফিসের (SEO-PO) ‘এফএক্স ডিলার’ পদে নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
এ পদে আবেদন করার জন্য প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়া ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
চাকরির ধরন ও সুবিধা:
১) পদটি ফুল টাইম
২) বেতন আলোচনা সাপেক্ষে
৩) পদে আবেদন করতে নারী-পুরুষ উভয়ই যোগ্য
৪) বয়সসীমা নেই
৫) কর্মস্থল: ঢাকা
মধুমতি ব্যাংক তাদের কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ট্রেজারি ফ্রন্ট অফিসে দক্ষ ও অভিজ্ঞ প্রফেশনালদের নিয়ে আসতে চাচ্ছে। আগ্রহী প্রার্থীরা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।