উডকাট, এমব্রয়ডারির অক্ষরে বইগুলোতে উঠে এসেছে মানুষের কথা নিজস্ব প্রতিবেদকঢাকা

Mga komento · 55 Mga view

পুস্তকালয় প্রদর্শনীতে ঘুরে ঘুরে বিভিন্ন মাধ্যমে তৈরি বই দেখছেন দর্শক। বৃত্ত আর্ট ট্রাস্ট, গ্রিনরোড, ঢাকা।

ফলো করুন

পুস্তকালয় প্রদর্শনীতে ঘুরে ঘুরে বিভিন্ন মাধ্যমে তৈরি বই দেখছেন দর্শক। বৃত্ত আর্ট ট্রাস্ট, গ্রিনরোড, ঢাকা। ২৭ সেপ্টেম্বর 

 

পুস্তকালয় প্রদর্শনীতে ঘুরে ঘুরে বিভিন্ন মাধ্যমে তৈরি বই দেখছেন দর্শক। বৃত্ত আর্ট ট্রাস্ট, গ্রিনরোড, ঢাকা। ২৭ সেপ্টেম্বরছবি: প্রথম আলো

বই হারিয়ে যাচ্ছে। মুঠোফোন থেকে শুরু করে বিলাসী পণ্য—এমন অনেক কিছুর কাছে পরাজিত হচ্ছে বই। তাই অন্য রকম করে বইকে তুলে ধরতে চেয়েছেন শিল্পীরা। সেখানে এমব্রয়ডারি মাধ্যমে বইয়ে তুলে ধরা হয়েছে নারীর জীবনের যন্ত্রণা, হাতে লেখা বইয়ে সুফি দর্শনের কথা, প্রিন্ট মাধ্যমের বইয়ে সীমান্তের মানুষের কষ্টের কথা।

 

এমন ২৮টি শিল্পকর্ম নিয়ে রাজধানীর গ্রিনরোডে বৃত্ত আর্ট ট্রাস্টের গ্যালারিতে শনিবার সন্ধ্যায় শুরু হয় পুস্তকালয় প্রদর্শনী।

 

বৃত্ত আর্ট ট্রাস্টের প্রধান শিল্পী মাহবুবুর রহমান জানান, ২০২২ সালে একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা হয়েছিল। সেখান থেকে তৈরি হয়েছিল এমন কিছু বই। এখানে ২৩ জন শিল্পীর ২৮টি বই রয়েছে।

Mga komento