রাখাইনে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার এখনই সময়: খলিলুর রহমান

코멘트 · 38 견해

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত শরণার্থীবিষয়ক আলোচনায় বক্তব্য দেন। ন?

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত শরণার্থীবিষয়ক আলোচনায় বক্তব্য দেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রছবি: নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম এনডিটির ভিডিও থেকে নেওয়া

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হচ্ছে। ফলে এখনই সেখানে সত্যিকার রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

 

গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত এক আলোচনায় খলিলুর রহমান এ মন্তব্য করেন।

 

‘বিশ্ব শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়ব্যবস্থা: কী ভুল হয়েছে এবং কীভাবে তা শোধরানো যায়’ শীর্ষক আলোচনার মূল আয়োজনে ছিলেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ, পানামা, লাইবেরিয়া ও কসোভোর প্রতিনিধিরা। এ ছাড়া অন্যান্য দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং পরামর্শক গোষ্ঠীর প্রতিনিধিরা এতে যোগ দেন।

코멘트