দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ছরোয়ার হোসেন বলেন, নিদা গতকাল শনিবার দুপুরের পর থেকে রাতের মধ্যে কোনো এক সময় নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। হোস্টেল কর্তৃপক্ষ তাঁর রুমের দরজা বন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।
搜索
热门帖子